Unfaithful (2002)


পরিচালক Adrian Lyne ৭০ এর দশকের জনপ্রিয় মুভি La femme infidel এর কাহিনীর সাথে রসবোধ যোগ করে নির্মাণ করেন Unfaithful । এই চলচিত্রে নারী এবং পুরুষের ব্যভিচার বা বিবাহবহির্ভূত দৈহিক সম্পর্কের কাহিনী ফুটে উঠেছে । ড্রামা, থ্রিলার, রোমান্স জনরা এর মুভিটির গল্প লিখেছেন Claude Chabrol, Alvin Sargent, William Broyles Jr.। Unfaithful মুভিটি যে সকল কলাকুশলী এর অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে নির্মিত হয়েছে তাদের মধ্যে Richard Gere, Diane Lane, Olivier Martine, Erik Per Sullivan অন্যতম। ১০ মে ২০০২ সালে Unfaithful মুক্তি পায়। আইএমডিবি এর ব্যাবহারকারীদের ৬.৭ শতাংশ ভোট পায় মুভিটি এছাড়া Rotten Tomatoes তে মুভিটি ৬৮ শতাংশ ভোট লাভ করে। দর্শক প্রিয় এই মুভিটি যথেষ্ট ব্যাবসা সফল মুভি ও বটে । ৫০ মিলিয়ন ডলার বাজেটের Unfaithful মুভিটি মুক্তির পর বক্স অফিস থেকে আয় করে ১২০ মিলিয়ন মার্কিন ডলার।


মুভি ডাউনলোড
www.yts.mx/movies/unfaithful-2002

আমরা কোন প্রকার ফাইল রিপ বা হোস্ট করি না । আমরা শুধু তৃতীয় পক্ষের ওয়েবসাইট থেকে লিঙ্ক সংগ্রহ করি এবং তা শেয়ার করি ।