The Reader (2008)


ড্রামা, রোমান্স জনরা এর মুভি The Reader এর পরিচালনা করেন Stephen Daldry । ২০০৯ সালে The Reader মুভি মুক্তি পায় । মুক্তির পর The Reader মুভি যতটা আয় করেছে বক্স অফিসে ঠিক ততটা শক্তিশালী অবস্থানে থেকে অস্কার এর মতো আরো অনেক পুরস্কার ভরছে ঝুলিতে । ৩২ মিলিয়ন বাজেটের এই মুভিটি তাঁর শক্তিশালী গল্প আর কলাকুশলীদের অসামান্য অভিনয় দ্বারা দর্শক মনে যথেষ্ট সারা ফেলে; মুক্তির পর এই মুভিটি আয় করে বক্স অফিস থেকে প্রায় ১০৯ মিলিয়ন মার্কিন ডলার । The Reader মুভিটির গল্প লিখেছেন David Hare, Bernhard Schlink । আইএমডিবি(Internet Movie Database)এর ব্যাবহারকারীদের ৭.৬/১০ শতাংশ ভোট পায় তাছাড়া Rotten Tomatoes এর ব্যাবহার কারীদের থেকে ৭৯ শতাংশ ভোট পায় । ২ ঘণ্টা ৪ মিনিটের The Reader মুভি আপনাকে টান টান উত্তেজনায় নিয়ে যাবে ।


মুভি ডাউনলোড
www.yts.rs/movie/the-reader-2008

আমরা কোন প্রকার ফাইল রিপ বা হোস্ট করি না । আমরা শুধু তৃতীয় পক্ষের ওয়েবসাইট থেকে লিঙ্ক সংগ্রহ করি এবং তা শেয়ার করি ।