পরিচালক Sam Taylor-Johnson তাঁর মুভি Fifty Shades of Grey তে সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন নগ্নতা আর যৌনতার সাথে ভালবাসার মেল বন্ধন কে । এই মুভির গল্পের লেখক ছিলো Kelly Marcel, E.L. James । ড্রামা, থ্রিলার, রোমান্স এ ভরপুর এই মুভিটি মক্তি পায় ১৩ ফেব্রুয়ারী ২০১৫ সালে। মুক্তির পর পর মুভি লাভারদের কাছে সমালোচনার ঝড় তোলে এই মুভিটি । মুক্তির পর মুভিটি বক্স অফিস থেকে আয় করে ১.৩২ বিলিয়ন মার্কিন ডলার এবং এর ফলে এটি সর্বকালের সপ্তম সর্বাধিক উপার্জনকারী আর-রেটিংযুক্ত ফ্র্যাঞ্চাইজে পরিণত হয়। Rotten Tomatoes এর ব্যাবহারকারীদের ৪১ শতাংশ ভোট পায় মুভিটি । এই মুভির বিশেষ চরিত্রে অভিনয় করেছেন Dakota Johnson, Jamie Dornan, Jennifer Ehle । এই মুভির আরো দুইটি পর্ব ফিফটি শেডস ডার্কার যা মুক্তি পায় ২০১৭ সালে এবং ফিফটি শেডস ফ্রিড যা মুক্তি পায় ২০১৮ সালে ।
মুভি ডাউনলোড
www.yts.mx/movies/fifty-shades-of-grey-2015