Blue Is the Warmest Color (2013)


নগ্নতা আর যৌনতায় ভরা প্রাপ্তবয়স্কদের জন্য অসম্ভব সুন্দর একটি মুভি Blue Is the Warmest Color এর পরিচালনা করেছেন Abdellatif Kechiche ।  ড্রামা, রোমান্স জনরা এর মুভিটির গল্প লিখেছেন Abdellatif Kechiche, Ghalya Lacroix, Jul Maroh। Blue Is the Warmest Color মুভিটি যে সকল কলাকুশলী এর অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে নির্মিত হয়েছে তাদের মধ্যে Léa Seydoux, Adèle Exarchopoulos, Salim Kechiouche অন্যতম । ৯ অক্টোবর ২০১৩ সালে ছায়াছবিটি মুক্তি পায় । আইএমডিবি এর ব্যাবহারকারীদের ৭.৭ শতাংশ ভোট পায় মুভিটি । Blue Is the Warmest Color চলচ্চিত্রটি অনেক সমালোচকদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। কেবলমাত্র আইএমডিবি থেকে ই নয় এই মুভিটি Rotten Tomatoes ব্যাবহারকারীদেরীদের ৯০ শতাংশ ভোট পায় এই মুভিটি এছাড়াও Metacritic থেকে ৮৮ শতাংশ ভোট পেয়ে যথেষ্ট আলোচনার জন্ম দেয়। অনেক চলচিত্র সমালোচকগণ এই মুভিটিকে  ২০১৩ সালের শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসাবে উল্লখ করেছেন। চলচ্চিত্রটি ২০১৩ কান চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতে নেয় এবং অভিনেত্রী-দ্বয়কে বিশেষ পুরস্কারে সম্মানিত করা হয়। কান ছাড়াও আরো অসখ্য পুরস্কার লাভ করে এই মুভিটি । আলোচনা সমালোচনা এর মধ্যে থেকেও Blue Is the Warmest Color মুভিটি মুক্তির পর বক্স অফিস থেকে আয় করে নেয় ১৯.৫ মিলিয়ন মার্কিন ডলার।


মুভি ডাউনলোড
www.gdtot.com/Lh2Oa4t/blue-is-the-warmest-color-2013-720p-bluray-x264-mkvking-com-mkv
OR
www.yts.nz/movies/blue-is-the-warmest-colour-2013

আমরা কোন প্রকার ফাইল রিপ বা হোস্ট করি না । আমরা শুধু তৃতীয় পক্ষের ওয়েবসাইট থেকে লিঙ্ক সংগ্রহ করি এবং তা শেয়ার করি ।