সোভিয়েত ইউনিয়নন এর ইতিহাস নিয়ে ইংলিশ ভাষার অসম্ভব সুন্দর একটি মুভি The Death of Stalin । The Death of Stalin মুক্তি পায় ৯ মার্চ ২০১৮ সালে । মুক্তির পর এই মুভিটি দর্শক মনে বেশ সারা ফেলে । আইএমডিবি এর ব্যাবহারকারীদের ৭.২ শতাংশ ভোট পায় মুভিটি । The Death of Stalin মুভিটি মুক্তির পর বক্স অফিসে আয় করে ২৪.৬ মিলিয়ন মার্কিন ডলার। কমেডি, ড্রামা, হিস্টোরি জনরা এর মুভিটির পরিচালনার দায়িত্তে ছিলেন Armando Yanucci এবং এই মুভিটির গল্প লিখেছেন Fabian Noori। The Death of Stalin মুভিটি যে সকল কলাকুশলী এর অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে নির্মিত হয়েছে তাদের মধ্যেওলগা কুরিলেনকো, টম ব্রুক, জাস্টিন এডওয়ার্ডস অন্যতম ।
মুভি ডাউনলোড
www.yts.mx/movies/the-death-of-stalin-2017